Homeদেশের গণমাধ্যমেশাহবাগ অবরোধ শেষে বিএসএমএমইউ পরিচালকের কক্ষে তালা

শাহবাগ অবরোধ শেষে বিএসএমএমইউ পরিচালকের কক্ষে তালা


ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগ মোড় অবরোধের পর বিএসএমএমইউ পরিচালকের কক্ষে তালা দেন আন্দোলনকারী।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অবরোধসহ বিক্ষোভ করেন চিকিৎসাধীনরা। এতে শাহবাগ-ফার্মগেট অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ঘটনাস্থলে এলে তার আশ্বাসে রাস্তা ছেড়ে দিয়ে হাসপাতালের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে রাত ৯টায় পরিচালকের কক্ষে তালা দিয়ে রবিবার পর্যন্ত আলটিমেটাম বেঁধে দেন তারা।

এ সময় তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির আহ্বায়ক নাহিদা বুশরার কাছে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমানের ওই কক্ষের চাবি হস্তান্তর করেন।

আহত বিক্ষোভকারীরা সাংবাদিকদের বলেন, ‘পরিচালক সামনে থাকার পরও আমাদের সঙ্গে কথা বলেননি। তিনি আমাদের পাগল বলেছেন। ইতোমধ্যে আমরা পরিচালকের কক্ষে তালা দিয়েছি। আমাদের দাবি এই হাসপাতালে উন্নত মানের চিকিৎসা নিশ্চিত করা। পরিচালকের পদত্যাগের ব্যাপরে আগামী রবিবার জানানো হবে। এর মধ্যে কোনও ব্যবস্থা না নেওয়া হলে, আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’

পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি এবং বাজে ব্যবহার করার অভিযোগ করে এক আহত জানান, আমরা কিন্তু আজ প্রথম রাস্তায় নামিনি। আমরা যখন হাসপাতালের ফটকে এসে মিছিল নিয়ে পদত্যাগের দাবি তুলি, তখন তিনি সামনে থাকার পরও আমাদের সঙ্গে কথা বলেননি বরং পরিচালক বলে ওঠেন, এরা কী করবে আমি দেখে নেবো। এক পর্যায়ে পরিচালকের আনসার বাহিনী আমাদের এক আহত ভাইকে আঘাত করে। আমাদের আহতদের তিনি সহ্যই করতে পারেন না। আমাদের একটাই দাবি, তার পদত্যাগ। রবিবারের মধ্যে যদি পদত্যাগ না করেন তার কক্ষ তালা দেওয়াই থাকবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত