Homeদেশের গণমাধ্যমেজকসু’র নীতিমালা অনুমোদন, শিগগিরই ঘোষণা হবে নির্বাচনী রোডম্যাপ : জবি উপাচার্য 

জকসু’র নীতিমালা অনুমোদন, শিগগিরই ঘোষণা হবে নির্বাচনী রোডম্যাপ : জবি উপাচার্য 


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালার চূড়ান্ত খসড়া বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেল ৩টায় শুরু হওয়া ৯৯তম সিন্ডিকেটে জকসু নিয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিন সিন্ডিকেট শুরুর পূর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ সাজিদকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করে সিন্ডিকেট সদস্যরা। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের জন্য মাগফেরাত ও আহতদের জন্য সুস্থতা কামনা করেই সিন্ডিকেট শুরু করেন। সিন্ডিকেট সভা শেষ হয় রাত সাড়ে ৮টার দিকে।

সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জকসুর নীতিমালাটি মন্ত্রনালয় ও রাষ্ট্রপ্রতির অনুমোদন পাওয়া মাত্রই জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই আমার প্রথম সিন্ডিকেট। জকসুর চূড়ান্ত খসড়া সিন্ডিকেটে পাস হয়েছে।

উপাচার্য ড. রেজাউল করিম বলেন, যেহেতু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এ ছাত্রসংসদ নির্বাচন নিয়ে কোনো ধারা বা বিধি নেই তাই আজকের অনুমোদিত নীতিমালাটি এখন আমাদের আইন উপদেষ্টাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। নীতিমালা মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির মাধ্যমে অনুমোদিত হয়ে আসার সঙ্গে সঙ্গেই আমরা জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করব।

উপাচার্য জানান, এদিন সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়াবলি উত্থাপিত হয়েছে। জুলাই বিপ্লবে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থানকারী স্বৈরাচারী কিছু শিক্ষক কর্মকর্তার বিরুদ্ধে সিদ্ধান্ত হয়েছে।

এদিন সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সাবিনা শরমীনসহ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. মোহাম্মদ আব্দুল মজিদ, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁঞা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুজুর মুর্শেদ ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মনিরুজ্জামান এবং সদস্য সচিব রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত