Homeদেশের গণমাধ্যমেএকসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন গৃহবধূ



খাগড়াছড়ি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ২ জানুয়ারি ২০২৫  
আপডেট: ২২:০২, ২ জানুয়ারি ২০২৫

হেলথ কেয়ার হাসপাতাল


খাগড়াছড়িতে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নিশিকা চাকমা (৩৫) নামের এক গৃহবধূ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোরে খাগড়াছড়ি সদরের হেলথ কেয়ার হাসপাতালে নরমাল ডেলিভারিতে তিন সন্তানের জন্ম দেন তিনি।

নিশিকা চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নতুন বাগান এলাকার সুনয়ন চাকমার স্ত্রী। তাদের সংসারে আরো ৪টি কন্যা সন্তান রয়েছে।

হেলথ কেয়ার হাসপাতালের গাইনিকোলজিষ্ট ডা. আশুতোষ চাকমা বলেন, ‘‘ভোর সাড়ে ৪টার দিকে প্রসব ব্যথা নিয়ে হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি হন নিশিকা চাকমা নামের এক গৃহবধূ। পরে সিজারিয়ান অপারেশন ছাড়াই তিন কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এর মধ্যে, এক শিশু কিছুটা অপরিপক্ব অবস্থায় রয়েছে। তবে, দুই নবজাতক ও তাদের মা সুস্থ আছে। নবজাতকদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা চলছে।’’

খাগড়াছড়ি সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. ওমর ফারুক বলেন, ‘‘ভোরে একটি প্রাইভেট হাসপাতালে তিন কন্যা সন্তানের জন্ম দেন এক মা। তিন নবজাতককে সদর হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে, দুই জনের অবস্থা স্থিতিশীল। তবে, একটি শিশু শ্বাসকষ্ট ভুগছে।’’

ঢাকা/রূপায়ন/রাজীব





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত