চলতি বছর ৩১ হাজারের কিছু বেশি মণ্ডপ এবং মন্দিরে দুর্গাপুজো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের দুর্গাপুজো উদযাপন কমিটি। পুজোর সময়ে যাতে কোথাও গণ্ডগোল না হয় সেই জন্য প্রতিটি মণ্ডপে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বেশ কিছু এলাকায় সেনা মোতায়েন করাও হয়েছে।
চলতি বছর পুজোর আগে বাংলাদেশ জুড়ে আশঙ্কার মেঘ দেখা দেয়। বিভিন্ন জায়গায় পুজো করাকে কেন্দ্র করে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। শুক্রবার রাতে ঢাকার বনানী পূজামণ্ডপ পরিদর্শন করে ময়নুল ইসলাম বলেন, ‘এ বারের দুর্গাপূজা অনেক চ্যালেঞ্জিং ছিল। অনেকেই দুর্গাপূজাকে ঘিরে আশঙ্কা প্রকাশ করেন। আমরা শান্তিপূর্ণভাবে পুজো হবে বলে আশ্বস্ত করেছিলাম। এবার দুর্গাপুজো অনেক জাঁকজমকভাবে উদযাপিত হচ্ছে।’ আইজিপি জানান, পুজোকে কেন্দ্র করে গত ১২দিনে ৩৫টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এইসব ঘটনায় ১৭জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া সোনার মুকুট চুরি হয়েছে। এই ঘটনায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন আইজিপি।