Homeদেশের গণমাধ্যমেতাসকিনের গতির পর এনামুলের ঝড়ো ব্যাটিংয়ে জিতলো রাজশাহী

তাসকিনের গতির পর এনামুলের ঝড়ো ব্যাটিংয়ে জিতলো রাজশাহী


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ জয় পেয়েছে দুর্বার রাজশাহী। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিয়েছে তারা। আর টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ঢাকার অবস্থান।

বৃহস্পতিবার তাসকিন আহমেদের গতিময় বোলিংয়ের কাছে পরাস্ত হয়েছে ঢাকা। যদিও স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলেছিলো তারা। শাহাদাত হোসেনের হাফ সেঞ্চুরির পর স্টিফেন এক্সিনজির ৪৭ রানের ইনিংসে ভর করে ঢাকা ১৭৪ রান সংগ্রহ করে। জবাবে ৩১ রানে দুই ওপেনারকে হারায় রাজশাহী। তবে তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় তারা। এনামুল হক বিজয় ও ইয়াসির আলী মিলে গড়েন ৪২ রানের জুটি। ইয়াসির ২০ বলে ২২ রান করে আউট হলে জুটি ভাঙে তাদের। এরপর রায়ান বার্লের সাথে ৫৬ বলে অবিচ্ছিন্ন ১০৬ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছৈ যায় রাজশাহী। এনামুল ৪৬ বলে খেলেছেন ৭৩ রানের ইনিংস। অন্যদিকে ৩৩ বলে বার্ল খেলেন ৫৫ রানের ইনিংস। তাদের এই জুটির ওপর দাঁড়িয়ে ১১ বল আগেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে রাজশাহী।

ঢাকার বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু প্রত্যেকে একটি করে উইকেট নেন।

শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। কিন্তু টস জিতে ব্যাটিং নিয়ে চাপে পড়ে যায় দলটি। শুরুতেই দুই ওপেনার লিটন দাস (০) ও তানজিদ হাসান (৯) তেমন অবদান না রেখেই সাজঘরে ফেরেন। এরপর ৪৭ বলে শাহাদাত ও স্টিফেন মিলে গড়েন ৭৯ রানের জুটি। এই জুটি প্রতিরোধ গড়ায় ঢাকা কোনওমতে ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে। ঢাকার ব্যাটিং লাইনআপকে মূলত কঠিন পরীক্ষায় ফেলেন তাসকিন আহমেদ। এই পেসার কুড়ি ওভারের ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে সাত উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন। এই ফরম্যাটে তাসকিন বাদে আরও দুই ক্রিকেটারের সাত উইকেট নেওয়ার ইতিহাস আছে। শাহাদাতের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫০ রান আর স্টিফেন খেলেন ৪৬ রানের ইনিংস। 

রাজশাহীর বোলারদের মধ্যে তাসকিন ১৯ রানে সাতটি উইকেট নিয়েছেন। রাজশাহীকে গুড়িয়ে দিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনিই।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত