Homeদেশের গণমাধ্যমেরাজশাহী ও নওগাঁয় সড়কে ঝরলো ৫ জনের প্রাণ

রাজশাহী ও নওগাঁয় সড়কে ঝরলো ৫ জনের প্রাণ


রাজশাহীর মোহনপুরে গাড়িচাপায় মোটরসাইকেলের তিন আরোহী এবং নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহীর মোহনপুর কেশরহাট এলাকায় দুর্ঘটনা ঘটে।

মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘নিহতরা মোটরসাইকেলে ছিলেন। তাদের ট্রাক বা বাস চাপা দিয়ে পালিয়ে গেছে বলে জানতে পেরেছি। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে।’

নিহতরা হলেন- নওগাঁ জেলার মান্দা উপজেলার বনকুড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে মো. কাউসার (১৯), একই উপজেলার দক্ষিণ চকবালু গ্রামের সেকেন্দার আলীর ছেলে কাউসার রহমান (১৮) এবং একই এলাকার আসাবের ছেলে মো. পলাশ (১৫)।

এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শ্রী সন্তু (৩০) আহত হয়েছেন। তিনি মান্দার বাথইল গ্রামের শ্রী নীরেনের ছেলে। ঘটনার পরে প্রথমে স্থানীয় মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করে।  

অন্যদিকে, নওগাঁর মহাদেবপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং চার জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন– উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের মৃত ইসহাক সরদারের ছেলে ও ঢাকাগামী তনয় বাসের সুপার ভাইজার মোশারফ হোসেন; উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ অ্যাসিসটেন্ট আফতাব উদ্দিন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় নামক স্থানে। এ ঘটনায় আরও চার জন গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন– মোটরসাইকেল চালক মহিনগর গ্রামের মোবারক হোসেনের ছেলে আরিফ হোসেন, পঞ্চগড় জেলার চকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনসার আলী, পত্নীতলা উপজেলার পাটিচরা গ্রামের ইলিয়াছ আলীর মেয়ে সীতা, ধামইরহাট উপজেলার হেরেম সোনাদিঘী গ্রামের নিমাইয়ের ছেলে বাতরাজ।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে একটি দাঁড় করানো মাইক্রোবাসকে সাইড দিতে গেলে পার্শ্বরাস্তা থেকে উঠে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মোশারফ হোসেন নিহত হন। গুরুতর আহত আফতাব উদ্দিনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার সময় পথের মধ্যে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত