তিনি বলেন, “আপনি যখন জাতীয় ঐক্যের ডাকে মিছিল করেন, তখন আমরা কি কষ্ট পাই না? আপনার সচেতন হওয়া উচিত,” তিনি বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি. ফাইল ছবি: সংগৃহীত
“>
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি. ফাইল ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আজ (১ জানুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ অনুষ্ঠানের পেছনে ছাত্রনেতাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
“গত এক বছরে তরুণ প্রজন্ম দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সারা দেশ শিক্ষার্থীদের দেখছে। হঠাৎ করে ঐক্যের জন্য মার্চ কেন?” ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনি জাতীয় ঐক্য গঠনের জন্য বিএনপিসহ সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন, আপনি যখন জাতীয় ঐক্যের ডাকে মিছিল করেন, তখন কি আমাদের কষ্ট লাগে না? তোমার জ্ঞানে আসা উচিত।”
কার স্বার্থে ‘ঐক্যের জন্য মার্চ’ অনুষ্ঠিত হয়েছে বলেও প্রশ্ন তোলেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, “আমাদের বৃহত্তর স্বার্থে শেখ হাসিনার বিচারের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরাও ঐক্য চাই, আমরাও শেখ হাসিনা ও তার বন্ধুদের বিচার চাই। জাতীয় ঐক্যের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে।”