Homeপ্রবাসের খবরদুই কার্যদিবসের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চান শিক্ষার্থীরা

দুই কার্যদিবসের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চান শিক্ষার্থীরা


আগামী ২ কার্যদিবসের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, স্বৈরাচারের পতনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমাদের সামনে হাতছানি দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সংস্কার ও চর্চার মাধ্যমেই সেটি সফল হতে পারে বলে আমরা বিশ্বাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক নিতে পারে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। যেটি তুলে আনার একমাত্র উপায় হচ্ছে কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন। ফলশ্রুতিতে দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ার দাবিটি ক্যাম্পাসের সবচেয়ে জনপ্রিয় দাবিতে পরিণত হয়েছে বর্তমানে।

স্বারকলিপিতে আরও বলা হয়, দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে, অভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন তথা ডাকসুর ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি বর্তমান প্রশাসন। কিছুদিন পূর্বে একটি কমিশন গঠন করা হলেও কমিটির সুপারিশমালা অনুযায়ী কোনো তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, এ ব্যাপারে আমরা অন্ধকারের মধ্যে রয়েছি। অধিকাংশ ছাত্রসংগঠনের পক্ষ থেকে গঠনতন্ত্র সংশোধনের যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সে ব্যাপারেও কোনোরূপ পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না আমাদের জানা নেই।

তাছাড়া নির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের অনুপস্থিতিতে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টিও স্বচ্ছতার সঙ্গে হবে বলে আমরা মনে করি না। সবদিক বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্র সংশোধনসহ নির্বাচন আয়োজনের ব্যাপারে একটা স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মনে করছি আমরা।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা আগামী দুই কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান। প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে ডাকসুর রোডম্যাপ ঘোষণা না করলে শিক্ষার্থীরা কঠিন কর্মসূচিতে যাওয়ার ঘোষণাও দেন।

সম্মিলিত ডাকসু আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আরবি বিভাগের শিক্ষার্থী জামালুদ্দীন মুহা খালিদ, ইসোল বিভাগের লিমন হাসান, অর্থনীতি বিভাগের আহমেদ হোসেন, সংগীত বিভাগের সীমা আক্তার, আরবি বিভাগের মুহাম্মদ আব্বাস উদ্দিন, অ্যাকাউন্টিং বিভাগের নাফিউর রহমান, ইফতি আবু তালেব, জান্নাতী বুলবুল প্রমুখ।

এ ইউ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত