অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী বলেন, ‘আগামী নির্বাচনে কোনো কলাগাছকে প্রার্থী করলেই জনগণ ভোট দেবে না। প্রার্থীকে সৎ, যোগ্য, নির্ভীক, দক্ষ ও ধার্মিক হতে হবে। জনগণ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। এবার আশা করি সুষ্ঠু নির্বাচন হবে।’
জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শহিদুল হক ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক।