Homeরাজনীতিশুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির ‘ঢাকা সমাবেশ’

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির ‘ঢাকা সমাবেশ’


আগামী শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘ঢাকা সমাবেশ’–এর ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। জুলাই–আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণাসহ নানা দাবিতে এই সমাবেশ করবে দলটি।

আজ বুধবার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সমাবেশের কথা জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, বাজার ব্যবস্থার সংস্কার, উৎপাদন খরচ ও নিত্যপণ্যের দাম কমানো, রেশন ও ন্যায্যমূল্যের দোকান চালু, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইন শৃঙ্খলার উন্নয়ন, জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, দখলদারি, চাঁদাবাজি বন্ধ, মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের দাবি পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, লুটপাট-সাম্প্রদায়িকতা-আধিপত্যবাদ-সাম্রাজ্যবাদ রুখে দাঁড়ানোর দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরও জানানো হয়, শুক্রবার বেলা ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশ শেষে ‘লাল পতাকার মিছিল’ নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন দলের নেতা–কর্মীরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত