Homeদেশের গণমাধ্যমেখুলে দেওয়া হয়েছে এস আলমের বন্ধ ৯ কারখানা

খুলে দেওয়া হয়েছে এস আলমের বন্ধ ৯ কারখানা


ছয় দিন বন্ধ থাকার পর বছরের প্রথম দিনই খুলে দেওয়া হয়েছে এস আলম গ্রুপের ৯টি কারখানা। বুধবার (১ জানুয়ারি) থেকে এসব কারখানা খুলে দেওয়া হয়।

খুলে দেওয়া কারখানাগুলো হচ্ছে- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম স্টিলস লিমিটেড, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং মিলস লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড (এনওএফ), এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ইনফিনিটি সিআর স্টিপস লিমিটেড।

এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, লোকাল এলসির মাধ্যমে বা বিভিন্ন ধরনের লোন করে চালানোর চেষ্টা করছি। সামনে রমজান। এ সময় যাতে ভোগ্যপণ্যের খুব বেশি সমস্যা না হয় এবং মানুষের যাতে কষ্ট না হয়। এজন্য আমরা চট্টগ্রামের কর্ণফুলীর ৯টি কারখানা খুলে দিচ্ছি।

এর আগে গত ২৪ ডিসেম্বর মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা একাধিক প্রজ্ঞাপনে কারখানাগুলো বন্ধের প্রজ্ঞাপনে জানানো হয়- কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্যকারণবশত আগামী ২৫ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগ (ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক) খোলা থাকবে।

সংশ্লিষ্টরা জানান, বন্ধ ঘোষণা হওয়া কারখানাগুলোতে কর্মকর্তা ও শ্রমিক মিলিয়ে অন্তত ১২ হাজার লোক কাজ করেন। এলসি খোলার ক্ষেত্রে কোনো ব্যাংক যথাযথ সহযোগিতা না করায় প্রয়োজনীয় কাঁচামাল আমদানি সম্ভব হচ্ছে না জানিয়ে কারখানাগুলো বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এরপর ওইদিনই কয়েকটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে এবং কর্তৃপক্ষের আশ্বাস পেলে বিক্ষোভ স্থগিত করেন শ্রমিক-কর্মকতারা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত