Homeঅর্থনীতিসহায়ক কমিটি গঠন করলো বিজিএমইএ

সহায়ক কমিটি গঠন করলো বিজিএমইএ


বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) দায়িত্বে নিয়োজিত প্রশাসককে তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহায়তা করতে ১০ সদস্যের একটি ‘সহায়ক কমিটি’ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ১৮ (২)(ক)-এর আলোকে এই কমিটি গঠন করা হয়।

গঠিত সহায়ক কমিটির সদস্য ও প্রতিষ্ঠানগুলো হলো—

১। মো. শহিদউল্লাহ আজিম, ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিমিটেড

২। এনামুল হক খান (বাবলু), অনন্ত ক্লোথিং লিমিটেড

৩। মিরান আলী, মিসামি গার্মেন্টস লিমিটেড

৪। এম মহিউদ্দিন চৌধুরী, ক্লিফটন ফ্যাশন লিমিটেড

৫। আসিফ আশরাফ, উর্মি গার্মেন্টস লিমিটেড

৬। রেজওয়ান সেলিম, সফটেক্স কটন (প্রা.) লিমিটেড

৭। আ ন ম সাইফুদ্দিন, এম. এস. ওয়‍্যারিং অ্যাপারেলস লিমিটেড

৮। মো. শিহাবুদ্দোজা চৌধুরী, এমিটি ডিজাইন লিমিটেড

৯। শামস মাহমুদ, শাশা গার্মেন্টস লিমিটেড

১০। শরীফ জহির, অনন্ত অ্যাপারেলস লিমিটেড





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত