এবার সাদামাটা আয়োজনে ২০২৫ সালকে বরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। আগের মতো আড়ম্বর ও জনাকীর্ণ ছিল না এবারের ইংরেজি বর্ষবরণ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১১টা ৫৯ মিনেটের পর অর্থাৎ বারোটা বাজার ১০ সেকেন্ড আগ থেকে টিএসসি রাজু ভাস্কর্য পাদদেশে কাউন্টডাউনের মাধ্যমে শুরু হয় বর্ষবরণ।
সরেজমিনে ঘুরে দেখা যায়, রাত এগারোটার পর থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন। কড়া নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে কিছু সংখ্যক আগন্তুকও ঢোকেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। পরিবারের ছোট-বড় সদস্যরা এক সাথে ঘুরতে এসেছেন।
এরপর রাত বারোটায় (১ জানুয়ারি) ইংরেজি নতুন বছরকে স্বাগত জানান সকলে। সবার প্রত্যাশা– নতুন বছর আনন্দ ও সুস্থ-স্বাভাবিক হোক সকলের জন্য। দেশ ও জাতির মঙ্গল কামনা করেন তারা। ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার সজিব বলেন, নতুন বছর সবার জন্য ভালো হোক। দেশ ও জাতির মঙ্গল হোক। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
সূত্রাপুর থেকে পরিবারসহ ঘুরতে আসা ফাহমিদা জামান বলেন, আমরা জানতাম ঢুকতে দেবে না। তাই বেলা হওয়ার আগেই ঢুকেছি। বাড়তি আয়োজন না থাকলেও ভালো লাগছে মোটামুটি। সবার জীবনে সুখ ও আনন্দ আসুক এই কামনা রইলো।
আতশবাজি ফোটানো ও ফানুশ ওড়ানো নিষিদ্ধ হওয়াতে টিএসসিতে এসব করতে দেখা না গেলেও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের আবাসিক কোয়ার্টারগুলোতে আতশবাজি ফোটাতে দেখা যায়।