Homeখেলাধুলাআউট বিতর্কে শরফদৌল্লার পাশে দাঁড়ালেন সাবেক তারকারা

আউট বিতর্কে শরফদৌল্লার পাশে দাঁড়ালেন সাবেক তারকারা


অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বক্সিং ডে টেস্টের পঞ্চম দিনে যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে বিতর্ক এখনো আলোচনায়। তবে দুই সাবেক ক্রিকেট তারকা মাইকেল ভন ও মার্ক ওয়াহ স্পষ্টভাবে বলেছেন, যশস্বী আউট ছিলেন এবং তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক ছিল। তবে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘যশস্বী জয়সওয়াল স্পষ্টতই আউট ছিলেন না। তৃতীয় আম্পায়ারকে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকে বাতিল করার আগে শক্তিশালী প্রমাণ থাকা উচিত।’

ম্যাচের শেষ দিনে প্যাট কামিন্সের বল মোকাবিলা করার সময় জয়সওয়াল একটি হুক শট খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ধরা পড়েন বলে দাবি করা হয়। মাঠের আম্পায়ার জোয়েল উইলসন তাকে নট আউট ঘোষণা করলেও অস্ট্রেলিয়া সঙ্গে সঙ্গেই রিভিউ নেয়। রিপ্লেতে ব্যাট থেকে বলের লেগে যাওয়ার সম্ভাবনা দেখা গেলেও, স্নিকো প্রযুক্তিতে কোনো স্পষ্ট প্রমাণ মেলেনি। তবে তৃতীয় আম্পায়ার ভিডিও প্রমাণ দেখে আউট দেন।

ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘প্রযুক্তি ১০০ শতাংশ সঠিক নয়, তবে আমার মনে হয় বল ব্যাটে লেগেছিল। আমরা অনেক সময় ৫০-৫০ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা মেনে নেওয়া কঠিন।’

মাইকেল ভন এক্স (পূর্বে টুইটার)-এ বলেন, ‘এই বিতর্ক থামাতে হবে। সিদ্ধান্ত সঠিক ছিল। অস্ট্রেলিয়া এই ম্যাচে ভারতের চেয়ে ভালো খেলেছে। এটা ভারতের মানা উচিত।’

মার্ক ওয়াহ বলেন, ‘জয়সওয়াল আউট ছিলেন। ব্যাট বা গ্লাভসে স্পষ্ট সংযোগ ছিল। স্নিকো হয়তো এটা ধরতে পারেনি কারণ সেটা খুবই নরম ছিল। তবে সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল।’

মেলবোর্নে ১৮৪ রানে পরাজিত হয়ে ভারত ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে। সিরিজের শেষ টেস্টটি হবে সিডনিতে ৩ জানুয়ারি থেকে। রোহিত শর্মার দল সেখানে সিরিজ বাঁচানোর চেষ্টায় নামবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত