Homeপ্রবাসের খবরমালয়েশিয়া থেকে সাধারণ ক্ষমায় ফিরেছেন লক্ষাধিক কর্মী

মালয়েশিয়া থেকে সাধারণ ক্ষমায় ফিরেছেন লক্ষাধিক কর্মী


মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন অভিবাসীদের সাধারণ ক্ষমায় দেশে ফেরা কর্মসূচির মেয়াদ শেষ হচ্ছে আজ। পূর্ব ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২টায় শেষ হবে এ প্রক্রিয়া। অভিবাসন বিভাগের তথ্যমতে, গত ৯ মাসে এ প্রক্রিয়ায় নিজ নিজ দেশে ফিরেছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের দুই লক্ষাধিক কর্মী।

এ বছরের ১ মার্চ থেকে সাধারণ ক্ষমায় দেশে ফেরার সুযোগ দেয় মালয়েশিয়া সরকার। যেখানে জরিমানা নির্ধারণ করা হয় ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত। শুরুর দিকে এ প্রক্রিয়ায় খুব বেশি অভিবাসী নিজ নিজ দেশে না ফিরলেও শেষ সময়ে ফিরতে দেখা গেছে হাজার হাজার কর্মীকে। শেষ দেড় মাসে অভিবাসন বিভাগের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতেও বেগ পেতে হয়েছে অনেককে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্যমতে, ১২ ডিসেম্বর পর্যন্ত প্রত্যাবাসন কর্মসূচিতে নিবন্ধন করেন ১১১টি দেশের মোট ২ লাখ ১৬ হাজার ৪৭১ অভিবাসী, যার মধ্যে ইতোমধ্যে মালয়েশিয়া ছেড়েছেন ১ লাখ ৮৭ হাজার। দেশে ফিরে যাওয়া ও নিবন্ধিতদের বেশিরভাগই ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার এবং নেপালের নাগরিক। ধারণা করা হচ্ছে প্রায় ১ লাখ বাংলাদেশি কর্মী এ প্রক্রিয়ায় দেশে ফিরেছেন।

এর আগে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অবৈধদের কোনোভাবেই থাকতে না দেওয়ার ঘোষণা দেয়। ৩১ ডিসেম্বরের পরেও যারা কাগজপত্রবিহীন অবস্থায় থাকবেন তাদের জন্য আরও কঠোর হওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। আর দেশে ফেরার এই প্রক্রিয়ার মধ্যেই বিভিন্ন স্থানে অভিযানও পরিচালনা করে অভিবাসন বিভাগ।

তবে এ কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই কর্মহীন কিংবা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন। অনেকেই সম্প্রতি কলিং ভিসায় এসে প্রত্যাশা অনুযায়ী কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরে যাচ্ছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত