জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে ভিডিও এবং স্থিরচিত্রের সমন্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ‘জুলাই অভ্যুত্থানের স্মৃতির লড়াই: তথ্যচিত্র প্রদর্শনী’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় প্রদর্শনীটির আয়োজন করে ‘জাস্টিস ফর জুলাই’ সংগঠন।
প্রদর্শনীতে কোটা সংস্কার ও ছাত্র-জনতার আন্দোলনের দৃশ্য, পুলিশের আন্দোলন দমানোর চেষ্টা, পুলিশের গুলিতে মানুষের মৃত্যু, লাশ নিয়ে যাওয়ার দৃশ্য, জনতার উদ্যমী স্লোগান, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ওপর হামলা এবং পুলিশের ছাত্রলীগকে সুরক্ষিত রেখে হামলা চালানোর সুযোগ করে দেওয়াসহ অনেক দৃশ্য উঠে এসেছে।