বিয়ের কেনাকাটার ভিডিও থাকলেও কবে শুভদিন, সেটি এখনো জানাননি অঙ্কুশ কিংবা ঐন্দ্রিলা কেউই। তবে ভিডিওতে ঐন্দ্রিলাকে বলতে শোনা গেছে, ‘আমাদের দুজনের একসঙ্গে পথ হাঁটা শুরু প্রায় ১৩ বছর আগে। খুনসুটি, হাসি, মজা আর নিজেদের কাজ নিয়ে দিব্যি সময় কেটে যাচ্ছে আমাদের। আজকাল সবার একটাই কথা, বিয়ের সাজে কবে দেখতে পাব তোমাদের?’ যদিও সত্যি সত্যি অঙ্কুশ-ঐন্দ্রিলা বিয়ে করছেন নাকি এটি কোনো সিনেমার প্রচার বা টেলিভিশন বিজ্ঞাপন, সেটি এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউই কিছু বলেননি এখনো। সে কারণে রহস্য কিছুটা থেকেই যায়।