কাপড়ে ববলিন ওঠে সাধারণত কাপড়ের তন্তুগুলোর পরস্পরের সঙ্গে ঘর্ষণের কারণে। আর এর পেছনে কাজ করে কিছু বিষয়।
তন্তুর গুণমান: নিম্নমানের তন্তু দিয়ে তৈরি কাপড়ে ববলিন ওঠার প্রবণতা বেশি।
ঘন ঘন ব্যবহার: প্রতিদিনের ব্যবহারে কাপড়ের ওপর চাপ ও ঘর্ষণ বেশি হয়, যা তন্তুগুলো আলগা করে দেয়।
ওয়াশিং মেশিনের ব্যবহার: মেশিনে ধোয়ার সময় কাপড়ের ঘর্ষণ ও ঘূর্ণনের ফলে তন্তুগুলো জট পাকিয়ে ছোট ছোট গুটি তৈরি করে।
মিশ্র তন্তু: বিভিন্ন ধরনের তন্তুর মিশ্রণে তৈরি কাপড়ে ববলিনের ঝুঁকি বেশি থাকে। যেমন পলিয়েস্টার ও তুলার মিশ্রণে তৈরি কাপড়।