Homeদেশের গণমাধ্যমেএকবিংশ শতাব্দীর সেরা অভিনেতার তালিকায় ইরফান

একবিংশ শতাব্দীর সেরা অভিনেতার তালিকায় ইরফান


প্রকাশিত: ১৯:৫৫, ৩০ ডিসেম্বর ২০২৪  

ইরফান খান


একবিংশ শতাব্দীর সেরা ষাটজন অভিনয়শিল্পীর তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। বিশ্বের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় তাবড় তারকারা এ তালিকায় জায়গা পেয়েছেন।

সেরা ষাটের তালিকায় বলিউডের একজন অভিনেতা স্থান পেয়েছেন। তবে তিনি অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান নন। তিনি হলেন— প্রয়াত অভিনেতা ইরফান খান। এ তালিকার ৪১তম অবস্থানে রয়েছেন ইরফান খান।

দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ব্রিটিশ পরিচালক আসিফ কাপাডিয়া নির্মিত সিনেমা ‘দ্য ওয়ারিয়র’। ২০০২ সালে মুক্তি পায় এটি। এটি ইরফান খানের ক্যারিয়ারে বড় ব্রেকথ্রু। একজন যোদ্ধা হিসেবে হিংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে শান্তি স্থাপনের চেষ্টা করেন তিনি। পরবর্তীতে ‘মকবুল’ (২০০৩), ‘দ্য লাঞ্চবক্স’ (২০১৩), ‘স্লামডগ মিলিয়নিয়ার’ (২০০৮), ‘জুরাসিক ওয়ার্ল্ড’ (২০১৫), ‘দ্য দার্জেলিং লিমিটেড’ (২০১৫) সিনেমা উপহার দেন।

দীর্ঘদিন নিউরোন্ডোক্রেইন রোগে ভুগেছেন ইরফান খান। ২০২০ সালের ২৯ এপ্রিল ৫৩ বছর বয়সে মারা যান বরেণ্য এই অভিনেতা।

একবিংশ শতাব্দীর সেরা ষাটজন অভিনয়শিল্পীর তালিকার শীর্ষ রয়েছেন মার্কিন অভিনেতা ফিলিপ সেমুর হফম্যান। যথাক্রমে শীর্ষ পাঁচের বাকি চারজন হলেন— এমা স্টোন, ড্যানিয়েল ডে-লুইস, ডেনজেল ওয়াশিংটন, নিকোল কিডম্যান।

ঢাকা/শান্ত





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত