দেশে ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র কিন্তু চলছে। সচিবালয় যখন পোড়ে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন অযাচিত ঘটনাগুলো ঘটে, তখন আমাদের মনে হয় ফ্যাসিবাদের দোসররা, আওয়ামী লীগের দোসররা আমাদের আশপাশে আছে। সেখান থেকে উঠে আসতে হলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
শামা ওবায়েদ বলেন, ‘যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আমাদের ভেতরে যেসব বেইমান আছে, তারা সুযোগ পাবে না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো সমর্থন দিয়েছি। তবে জনগণের দ্বারা নির্বাচিত সরকার না এলে জনগণের সকল সমস্যার সমাধান হবে না। এ জন্যই একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দরকার।’