Homeদেশের গণমাধ্যমেচব্বিশে ঘর বেঁধেছেন যেসব তারকা

চব্বিশে ঘর বেঁধেছেন যেসব তারকা


বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। একদিন পরেই নতুন বছর- ২০২৫। চলতি বছর বিয়ের খবর দিয়েছেন বিনোদন অঙ্গনের ডজনখানেক তারকা। বছরজুড়ে তারকাদের বিয়ের খবর নিয়ে সালতামামির এ আয়োজন। চলতি বছরের শুরুতেই বিয়ের খবর দেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ১১ জানুয়ারি লেখক আবু সাঈদের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন এই অভিনেত্রী। সে সময় জানা গিয়েছিল, বিয়ের আগে প্রেম করছিলেন আবু সাইয়িদ রানা ও মৌসুমী হামিদ। তাদের সম্পর্ক বিয়ে অবধি নিতে দুজনই পারিবারিক সম্মতি আদায় করেছেন। মৌসুমী হামিদের বর লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত।

এ দিকে জানুয়ারির ১২ তারিখে বিয়ে করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। সে সময় বিয়ের একটি ছবি প্রকাশ করেন জোভান। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে ছিল দেড় বছরের প্রেমের সম্পর্ক। বিয়ে হয়েছে পারিবারিকভাবেই।

ছোটপর্দার অভিনেত্রী নাজিয়া হক অর্ষা চলতি বছর ১৪ জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়েছিলেন। ক্যাপশনে লিখেছিলেন: ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত।’ নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরানকে বিয়ে করেন তিনি। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তারা।

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ১৩ ফেব্রুয়ারি বিয়ে করেন সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে। বর সিলেটের ছেলে। পড়াশোনা করেছেন দেশের বাইরে। এখন একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালক পদে কাজ করছেন। কক্সবাজার সমুদ্র সৈকতে স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীতানুষ্ঠান হয়। ইনানী সমুদ্র সৈকতে হয় বিয়ের আয়োজন।

চলতি বছরের ২১ জুন রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে বরের সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের খবর প্রকাশ্যে আনেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বরের নাম সালমান আরাফাত। তারা দু’জন আগে থেকেই পরিচিত ছিলেন। সালমান আরাফাতও বিনোদন অঙ্গনে কাজ করেন। তিনি নাটক ও বিজ্ঞানপচিত্রে নিয়মিত কাজ করেন।

ঢাকাই ছবির আলোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করেছেন ১০ অক্টোবর। ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হয় এই নায়িকার। বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় সাজিল ফার্মাসিস্ট। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। গতকাল দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে কাবিন সম্পন্ন হয়।

গত ১২ নভেম্বর রাতে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ইউটিউবার তৌহিদ আফ্রিদির একগুচ্ছ বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। এর কদিন পর সংবাদমাধ্যমকে তৌহিদ আফ্রিদি জানান, তাদের কাবিন হয়েছে। পারিবারিক আয়োজনে হয়েছে সব। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। স্ত্রীর নাম রামিসা আল রিসা।

গত ২৮ নভেম্বর বিয়ে করেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। পেশায় ব্যবসায়ী। ওই দিন সোশ্যাল মিডিয়ায় এ নায়িকা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

গত ৬ ডিসেম্বর বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী তানজিকা আমিন। রাজধানী ঢাকার বেইলি রোডে তাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। তার স্বামীর নাম সাইফ বাসুনিয়া। দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন তিনি। 

গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন ‘হাজার বছর ধরে’ সিনেমার নায়িকা ‘টুনী’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী শশী। বর খালিদ হোসাইন অভি। তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত। পেশায় ডাবিং ডিরেক্টর। 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত