রুয়েট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৫১, ৩০ ডিসেম্বর ২০২৪
রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর জামিন দেওয়ার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
এ সময় তারা নগরীর তালাইমারি এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করলে সড়কে তীব্র যানজট তৈরি হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১০টা থেকে রুয়েট শিক্ষার্থী এ অবরোধ করেন। এ সময় তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এবং গ্রেপ্তার আসামিদের রিমান্ডের বদলে জামিন ও অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে না পারার বিষয়ে সুস্পষ্ট জবাব নিশ্চিত করতে হবে; রাজশাহীর আবাসিক এলাকাগুলো অস্ত্র,মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হবে এবং অক্ট্রোয় মোড়, মোন্নাফের মোড়সহ রুয়েটের আশপাশে উপরোক্ত সমস্যার প্রকোপ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে হবে।
এছাড়া অন্য দাবিগুলো হলো- রুয়েট ও এর আশপাশের এলাকায় চুরি ও ছিনতাই মুক্ত করতে হবে এবং দোষীদের বিচার ও হারানো মালামাল জব্দের ব্যবস্থা করতে হবে; নিরাপত্তার স্বার্থে রুয়েটের আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল নিশ্চিত করতে হবে; দ্রুত তালাইমারীতে পুলিশ বক্সের ব্যবস্থা করতে হবে।
শিক্ষার্থীরা জানান, গত ১৬ ডিসেম্বর ভদ্রা আবাসিক এলাকায় হজের মোড়ে স্থানীয় দোকানদারের সঙ্গে কথা কাটাকাটির জেরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রকি ও আতাউল্লাহ শুভর ওপর হামলা চালায় স্থানীয়রা। এতে আতাউল্লাহ শুভর মাথা ফেটে যায়। পরে সন্ধ্যায় বিষয়টি নিয়ে ফয়সালা করতে গেলে দ্বিতীয় দফায় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয় দোকানদাররা। ঘটনায় কয়েকজন শিক্ষকও আহত হন। পুলিশ জড়িত দুজনকে গ্রেপ্তার করলেও আদালত তাদের জামিন দেন।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রকি বলেন, “এ ঘটনায় রুয়েট প্রশাসন বাদী হয়ে থানায় মামলা করেছে। এ মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তার হওয়ার দুইদিন পর তারা কীভাবে জামিন পায়? আমাদের এ বিষয়টি নিয়ে প্রশাসন খুবই উদাসীন ভূমিকা পালন করছে। আমরা ক্যাম্পাসে নিরাপত্তা চাই।”
ঢাকা/মাহফুজ/মেহেদী