Homeবিদেশী গণমাধ্যমে বাংলাদেশLuxury Car,নিলামে উঠছে সাংসদ কোটার ২৪টি বিলাসবহুল গাড়ি - bangladesh mp 24...

Luxury Car,নিলামে উঠছে সাংসদ কোটার ২৪টি বিলাসবহুল গাড়ি – bangladesh mp 24 luxury cars are in auction


সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পরে বিশেষ সুবিধা পেয়ে কেনা হয়েছিল বিলাসবহুল গাড়ি। কিন্তু কোটি টাকার বেশি দামের সেই গাড়ি ব্যবহার করতে পারেননি তাঁরা। সংসদ ভেঙে যাওয়ায় সেই গাড়িগুলি চট্টগ্রাম বন্দর থেকে ছাড়িয়ে আনতে পারেননি সাংসদরা। এ বার সেই রকম ২৪টি বিলাসবহুল গাড়ি নিলামে তোলা হচ্ছে। এই গাড়িগুলির দাম প্রায় ২৮৮ কোটি টাকা।বাংলাদেশের সাংসদরা শুল্কমুক্ত সুবিধার আওতায় বিদেশ থেকে গাড়ি আমদানির সুযোগ পান। সেই সুবিধা পেয়েই চলতি বছর জানুয়ারি মাসে, সাংসদ হওয়ার পরে অনেকেই এই রকম দামি এবং বিলাসবহুল গাড়ি কেনেন। ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমন সহ কয়েকজন সাংসদ সেই গাড়ি ছাড়িয়েও আনেন। কিন্তু সংসদ ভেঙে যাওয়ায় অনেকেই সেই গাড়ি ছাড়িয়ে আনতে পারেননি। সংসদ বিলুপ্ত হওয়ায়, শুল্কমুক্ত গাড়ি পাওয়ার সুযোগ নেই সংসদ সদস্যদের। সেই কারণে তাঁদের জন্য আনা ২৮৮কোটি টাকা মূল্যের ২৪টি বিলাসবহুল গাড়ি নিলামে উঠতে চলেছে। সেগুলির মধ্যে আছে ১৫টি ল্যান্ডক্রুজারও।

জানা গিয়েছে, দ্বাদশ সংসদের সদস্যরা শুল্কমুক্ত সুবিধার আওতায় এই গাড়ি আমদানি করেন। গত ১৪ সেপ্টেম্বর সেই গাড়িগুলি নিয়ে আসা হয় চট্টগ্রাম বন্দরের কারশেডে। আইন অনুসারে, ১৪ অক্টোবরের মধ্যে এই গাড়িগুলি ছাড় করিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অগস্ট মাসেই সংসদ ভেঙে যাওয়ায় শুল্কমুক্ত সুবিধার সুযোগ নিতে ব্যর্থ হন সাংসদরা। কয়েকজন সাংসদকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজন সাংসদ আত্মগোপন করে আছেন।

বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ওই ২৪টি গাড়ির নিলাম সংক্রান্ত কাগজ রয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজের নিলাম শাখায়। বুধবার সন্ধ্যায় বন্দর থেকে কাস্টমসের নিলাম শাখায় গিয়েছে ১৮টি গাড়ির নথিপত্র। এইসঙ্গে জটিলতা এড়াতে বাকি ৬টি গাড়ি নিলামে তোলার আগে বিধি অনুযায়ী আমদানিকারকের মতামতও চাওয়া হয়েছে।

বাংলাদেশে কারা সরকারি চাকরি পাবেন না, জানিয়ে দিল অন্তর্বর্তী সরকার

চট্টগ্রাম বন্দরের সচিব মহম্মদ ওমর ফারুক বলেন, ‘বন্দরে আসার পর ৩০দিন অতিবাহিত হওয়ায় নিয়ম অনুযায়ী গাড়িগুলির নিলাম হবে। ইতিমধ্যে কাগজপত্র কাস্টমস হাউসে পাঠানো হয়েছে। তারাই এই সংক্রান্ত বাকি ব্যবস্থা গ্রহণ করবে।’

চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ কমিশনার সাইদুল ইসলাম জানান, ইতিমধ্যেই ৬টি গাড়ির আমদানিকারকদের চিঠি দেওয়া হয়েছে। তারা চিঠির জবাব না দিলে সেগুলিও নিলামে উঠবে।

প্রসঙ্গত, বাংলাদেশে গাড়ি আমদানির ক্ষেত্রে আমদানি মূল্যের উপর ৮৫০ শতাংশ হারে শুল্ক পরিশোধ করতে হয়। একটি গাড়ির বাজারমূল্য ১০ থেকে ১২ কোটি টাকা হলেও সাংসদরা মাত্র ১ কোটি ৩০ লক্ষ টাকায় সেই গাড়ির মালিক হওয়ার সুযোগ পান।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত