দুপুর ১২টার পর তাঁরা শাহবাগ অবরোধ করেন। এর ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। আশপাশে চার-পাঁচটি হাসপাতাল থাকায় রোগীদের চিকিৎসা চরমভাবে ব্যাহত হয়েছে।
জাতীয় নাগরিক কমিটি আরও বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমানের আমন্ত্রণে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদলের মধ্যে আলোচনা হয়। এতে আগামী জানুয়ারি থেকে ভাতার পরিমাণ ৩০ হাজার টাকা ও জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়।
একমত পোষণ করার পরও ট্রেইনি চিকিৎসকদের প্রতিনিধিদল শাহবাগে ফিরে গিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তাদের এই সিদ্ধান্ত হঠকারিতামূলক বলছে নাগরিক কমিটি।
নাগরিক কমিটির অভিযোগ, ‘আমরা জেনেছি, এই আন্দোলনের পেছনে পতিত স্বৈরাচার সরকারের কিছু দুষ্কৃতকারী জড়িত হয়ে পড়েছে। পতিত স্বৈরাচারের দুষ্কৃতকারীরা এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে।’