Homeবিনোদনপ্রস্তুত হিমি

প্রস্তুত হিমি



এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। বছরজুড়েই ছিল তার নাটকের ব্যস্ততা। এবার নতুন বছরের পরিকল্পনা জানালেন এ অভিনেত্রী।

হিমি জানান, এ বছর তিনি অনেক নাটকে কাজ করেছেন। দর্শকের সাড়াও পেয়েছেন। তবে নতুন বছর অনেকটাই ভেবে ও বেছে বেছে কাজ করবেন।

এ নিয়ে এ নায়িকা বলেন, ‘আলহামদুলিল্লাহ, এরই মধ্যে বছরের একদম শেষ ভাগে আমরা। এই বছর দর্শকের ভালোবাসায় অসংখ্য সফল নাটক উপহার দিতে পেরেছি, যা নতুন বছরেও বজায় থাকবে বলে আমি আশাবাদী। তবে নতুন বছরে কাজের ক্ষেত্রে আমার কিছু পরিকল্পনা রয়েছে। যেগুলো হচ্ছে চরিত্রের ক্ষেত্রে আমি আরও সচেতন হবো। নতুন নতুন চরিত্রে নিজেকে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। আর বেছে বেছে কাজ করব। কাজের এ ব্যস্ততা আমি উপভোগ করছি। সামনেও করতে চাই। তবে বড় পর্দা নিয়ে আমার তেমন কোনো পরিকল্পনা নেই।’

এদিকে নিলয় আলমগীরের সঙ্গে একের পর এক নাটকে জুটি বেঁধে প্রশংসিত হচ্ছেন হিমি। এ জুটির শতাধিকের বেশি নাটক প্রচার হয়েছে। বছরের শেষপ্রান্তে এসেও আবার ছোট পর্দায় জুটি হয়ে দেখা দিলেন তারা, ‘শান্তি নাই’ নামে নাটকে। এটি নির্মাণ করেছেন মহিন খান। একই সঙ্গে গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। নতুন বছরেও এ জুটির নাটকের অপেক্ষায় আছেন দর্শকরা। তার প্রমাণ প্রচারিত নাটকের মন্তব্য বক্সে দেখা গেছে। যেখানে দর্শকের বড় একটি অংশ এ জুটিকে নতুন বছরে একসঙ্গে দেখার ইচ্ছার কথাও জানিয়েছে। এরই মধ্যে ২০২৫ সালের জন্য বেশ কিছু নাটকের কাজও সম্পন্ন করেছেন বলে জানান হিমি।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত