চা–বিরতি পর্যন্তও স্বস্তিতে ছিল ভারত। ৩৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে তখন ৩ উইকেটে ১১২। দ্বিতীয় সেশনে উইকেট পড়তে দেননি যশস্বী জয়সোয়াল–ঋষভ পন্ত। ৭৯ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের চোখেমুখে হতাশাটা স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছিলেন তাঁরা। কিন্তু চা–বিরতির পর শেষ সেশনে সেই অস্ট্রেলিয়াই ভারতের ড্রয়ের ভাবনা ছিনিয়ে রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচটা জিতে নিল!
পার্ট–টাইম স্পিনার ট্রাভিস হেডকে শেষ সেশনে নিয়ে এসে চমকে দিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। শেষ সেশনে পঞ্চম ওভারে সেই হেডেরই খাটো লেংথের বল অফ স্টাম্পের বাইরে থেকে টেনে ছক্কা মারতে গিয়ে আউট পন্ত। ১০৪ বলে তাঁর ৩০ রানের ইনিংস শেষ হওয়ায় চতুর্থ উইকেটে ৮৮ রানের জুটিও ভাঙায় খুলে যায় দুয়ার। বলা ভালো, অস্ট্রেলিয়াই খুলেছে। কীসের? জয়ের!
১২১ রানে ৪ উইকেট হারানো ভারত এরপর মাত্র ৩৪ রানে হারিয়েছে সবগুলো উইকেট। সফরকারিদের ১৫৫ রানে অলআউট করে ১৮৪ রানের দারুণ জয় তুলে নেয় কামিন্সের দল। মেলবোর্নে এই জয়ে বোর্ডার–গাভাস্কার সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে।