নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবিতে মাদকাসক্ত স্বামী ও তার স্বজনরা এক গৃহবধূর চুল কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার ছনি এলাকায় ঘটে এ ঘটনা। এ ঘটনায় রবিবার দুপুরে রূপগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
থানায় দেওয়া গৃহবধূর লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ২০১১ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলে আসে দুই সন্তান। গত কয়েকদিন আগে তার বাবা একটি জমি বিক্রি করেন। এই বিষয়ে জানতে পারে তার স্বামী।
এরপর থেকে পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে। টাকা না আনায় গত ২৮ ডিসেম্বর রাতে মাদকাসক্ত স্বামী, শাশুড়ি, ননদ তাকে মারধর করে। একপর্যায়ে তার মাথার চুল কেটে দেয়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, থানায় অভিযোগ এসেছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে।