আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’। এ ওয়েব ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর কমেডি রোম্যান্স ঘরানার সিনেমা নির্মাণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। ১০ এপ্রিল প্রকাশ পাওয়া সিনেমাটিও চলে এসেছে চরকি হিটের তালিকায়।
বছরের জুলাই–আগস্টে শুরু হয় উত্তাল সময়। বৈষম্যের বিরুদ্ধে চলতে থাকে আন্দোলন। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। সবার মতো সময়টা চ্যালেঞ্জিং ছিল চরকির জন্য। রেদওয়ান রনি জানান, সেটি কাটিয়ে উঠতে খুব বেশি সময় লাগেনি। চরকিকে এগিয়ে নিয়ে গেছেন দর্শকেরাই।