সাইবারহ্যাভেনের ঘোষণার পর নাজ সিকিউরিটির গবেষক হাইমে ব্লাসকো হ্যাকারদের ব্যবহৃত আইপি ঠিকানা ও ডোমেইন বিশ্লেষণ করে জানিয়েছেন, একই সময়ে আরও কয়েকটি ক্রোম এক্সটেনশনে ক্ষতিকর কোড যুক্ত করেছেন হ্যাকাররা। এর মধ্যে উল্লেখযোগ্য এক্সটেনশনগুলো হলো ইন্টারনেক্সট ভিপিএন, ভিপিএনসিটি, ইউভয়েস ও প্যারটটকস। এসব ব্রাউজার এক্সটেনশনের কয়েক লাখ ব্যবহারকারী রয়েছেন।