Homeদেশের গণমাধ্যমেবসতবাড়িতে আগুন, কুড়িগ্রামে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

বসতবাড়িতে আগুন, কুড়িগ্রামে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু



কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ২৯ ডিসেম্বর ২০২৪  


কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চাদনী বজরা গ্রামে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাহেরা বেগম (৮৫) নামে একজন বৃদ্ধা মারা গেছেন।

শনিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত বারোটার দিকে চাদনী বজরা গ্রামে মোকলেছুর রহমান মোংলার বাড়িতে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত বৃদ্ধা মোকলেছুর রহমান মোংলার মা।

স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক জানান, শনিবার রাত বারোটার দিকে বাড়ির পাশেই ওয়াজ মাহফিল চলছিল। বাড়ির সবাই ওয়াজ শুনতে গেলেও ওই সময় ঘরে ছিলেন মোংলা ও তার মা প্যারালাইসিসে আক্রান্ত সাহেরা বেগম। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে একটি ঘরে আগুন লাগে। আগুন দেখে স্থানীয়রা এসে নেভানোর চেষ্টা করে। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী আরও দুইটি ঘরে আগুন লাগে। অগ্নিকাণ্ডে পার্শ্ববর্তী ঘরে থাকা মোংলা আহত হন ও মোংলার মা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এতে তিনটি ঘর ও ঘরে থাকা প্রয়োজনীয় জিনিস ও আসবাবপত্র পুড়ে যায়। 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম এসে অগ্নিদগ্ধ নিহত সাহেরা বেগমের লাশ উদ্ধার করে ও আগুন নিয়ন্ত্রণে আনে।

ইউপি সদস্য এমদাদুল হক বলেন, ভ্যানচালক মোংলার বাড়িতে অগ্নিকাণ্ডে তিনটি ঘর ও ঘরে থাকা প্রয়োজনীয় জিনিস ও আসবাবপত্র পুড়ে অন্তত সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। চেয়ারম্যান সাহেব আসছেন ঘটনাস্থল পরিদর্শনে। এমন মর্মান্তিক ঘটনায় এলাকাটিতে শোকের ছায়া নেমে এসেছে।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্বাস আলী বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটনাস্থল থেকে না জানিয়ে ভায়া হয়ে অন্য স্থান থেকে দেরিতে জানানো হয়েছে। এতে আরও বিলম্ব হয়েছে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ বৃদ্ধার লাশ উদ্ধার করে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই।”

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ব‌লেন, “খবর পে‌য়ে রা‌তেই ঘটনাস্থল প‌রিদর্শন করা হ‌য়ে‌ছে। অগ্নিদগ্ধে নিহত বৃদ্ধার লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/বাদশাহ/টিপু





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত