সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বলা হয়, তাদের মধ্যে এমন ভাবনা জন্ম নেয়, নিশ্চয় তাদের কাছ থেকে নিরাপত্তাসেবা নেওয়া ব্যক্তিটি বড় কোনো বিপদে পড়েছেন। বিষয়টি চিন্তা করে তারা দ্রুত ওই বাসায় নিরাপত্তারক্ষীদের কয়েকটি ইউনিট পাঠিয়ে দেয়।
সেখানে যাওয়ার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁদের সেবাগ্রহীতার কাছ থেকে যা শুনলেন, তাতে তাঁদের চক্ষু চড়কগাছ।
বার্তায় আরও বলা হয়, নিরাপত্তা বাহিনীর প্রথম দলটি বাড়ির সামনে আসার পর সেবাগ্রহীতা তাঁদের জানান, তিনি কোনো জরুরি অ্যালার্মের সংকেত দেননি। একটি বানর তাঁর ঘরে ঢুকে ওই জরুরি সংকেত পাঠানোর দূরনিয়ন্ত্রণ বোতামটি চুরি করে নিয়ে গেছে।