সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে নিহত দমকলকর্মীর স্বজনদের সঙ্গে দেখা করার পর গত ২৮ ডিসেম্বর রংপুরে রিজভী। ছবি: বাসস
“>
সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে নিহত দমকলকর্মীর স্বজনদের সঙ্গে দেখা করার পর গত ২৮ ডিসেম্বর রংপুরে রিজভী। ছবি: বাসস
দুই দিন আগে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় যে নথিপত্রগুলো নষ্ট হয়ে গেছে তার মধ্যে শেখ হাসিনার আওয়ামী লীগ শাসনামলের শীর্ষ আমলাদের অর্থ পাচারের ফাইল রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রংপুরে দমকলকর্মী স্বানুরের স্বজনদের সঙ্গে দেখা করার পর তিনি সাংবাদিকদের বলেন, “বিতাড়িত শেখ হাসিনা সরকারের একজন সাবেক মন্ত্রিপরিষদ সচিব প্রচুর অর্থ পাচার করেছেন। যে পাঁচটি মন্ত্রণালয়ের ফাইল পুড়ে গেছে তার মধ্যে তার মানি লন্ডারিং ফাইল ছিল। অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।” সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে নিহত জামান নয়ন।
রিজভী আরও অভিযোগ করেন যে বাংলাদেশ সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে মানি লন্ডারিং ও দুর্নীতির নথিভুক্ত গুরুত্বপূর্ণ ফাইল ধ্বংস করার জন্য।
তাই সচিবালয়ে আগুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, গভীর ষড়যন্ত্রের অংশ।
তিনি বলেন, “শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মানি লন্ডারিংয়ের একটি মামলা প্রকাশ্যে এসেছে। তারা যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলার পাচার করেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থা মামলাটি তদন্ত করছে।”
রিজভী বলেন, “এমন আরও অনেক ঘটনা আছে। এসব ঘটনা ধামাচাপা দিতে, পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্য সচিবালয়ের নয়তলা ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়, যাতে দুর্নীতির মামলাগুলো সামনে আসতে না পারে।”