Homeআন্তর্জাতিকপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিং এর শেষ বিদায়

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিং এর শেষ বিদায়

শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায় নিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। শনিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে নয়াদিল্লির নিগামবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানান ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

এসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস প্রেসিডেন্ট মালিকার্জুন খার্গে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ অনেকে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে (এইমস) শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। খ্যাতনামা এই অর্থনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ভারতজুড়ে। তার বাসায় ছুঁটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনীতিকরা শোক জানিয়েছেন। বিশ্ব নেতারাও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

মনমোহন সিংয়ের মৃত্যুতে শুক্রবার সব সরকারি কার্যক্রম বাতিল করা হয়। সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এসময় সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিতি রাখা হবে। কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের কার্যক্রমও বাতিল করা হয়েছে।

চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান।

মনমোহন সিং ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেন। পরে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মনমোহন সিং।

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত