এদিকে সাইনবোর্ড থেকে মুজিব শব্দটি কেটে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নিজেকে জামায়াতের কর্মী দাবি করে একজন প্রেসক্লাবের সাইনবোর্ড থেকে মুজিব শব্দটি ব্লেড দিয়ে কেটে দেন। ভিডিওটিতে তিনি বলতে থাকেন, ‘এ দেশে মুজিব বলে কোনো শব্দ থাকবে না।’ এর পর থেকে অনেকে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আলোচনা-সমালোচনা করছেন।
যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন ওই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘আমার প্রশ্ন, সরকার এই সড়কের নাম কি পরিবর্তন করেছে? আপনি এসেছেন জামায়াতের কর্মী সম্মেলনে, আপনার কাছে ব্লেড কেন? আমি নিশ্চিত, সড়কের নাম পরিবর্তন করেনি সরকার। তাহলে নাম কেটে দেওয়ার আপনি কে?…একে আইনের আওতায় আনা হোক।’