আর মাত্র দুই দিন। এরপরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। এবারের আসরে নতুন নাম নিয়ে ৫ বছর পর মাঠে ফিরছে দুর্বার রাজশাহী। দলটি ইতোমধ্যেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে তাদের প্রথম অনুশীলন সেশন শেষ করেছে। পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের তরুণ উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী।
রাজশাহীর লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে আকবর জানান, দলটি ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হলো প্লে-অফ নিশ্চিত করা। তবে আমরা বেশি দূর না ভেবে ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
তুলনামূলকভাবে কম অভিজ্ঞতা সম্পন্ন দল নিয়ে এবারের বিপিএল যাত্রা শুরু করলেও দলটির প্রতি আত্মবিশ্বাসী আকবর। তিনি বলেন, ‘আপনি যে দলে খেলবেন সেই দল নিয়ে সর্বোচ্চ আত্মবিশ্বাস থাকা উচিত। আমাদের দলও যথেষ্ট ভালো। আমরা যদি সঠিক সময়ে সঠিক পারফরম্যান্স করতে পারি, তাহলে যেকোনো দলকে হারানো সম্ভব। টি-টোয়েন্টি ক্রিকেটে বড় নামের চেয়ে মাঠের পারফরম্যান্স বেশি গুরুত্বপূর্ণ।’
নিজের ব্যাটিং পজিশন নিয়ে আকবর বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি চার বা পাঁচ নম্বরে ব্যাট করতে পছন্দ করি। তবে দলের পরিকল্পনাই এখানে বেশি গুরুত্বপূর্ণ। যেখানে আমাকে খেলানো হবে, আমি সেখানেই দলের জন্য সেরাটা দিতে প্রস্তুত।’
দলের স্কোয়াড প্রসঙ্গে বলতে গেলে, দুর্বার রাজশাহী এবারের আসরে তুলনামূলক নতুন ও তরুণ খেলোয়াড়দের ওপর বেশি নির্ভর করছে। স্কোয়াডে আছেন তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, ইয়াসির আলি রাব্বি এবং তরুণ প্রতিভা জিসান আলম ও আকবর আলি। বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, বিলাল খান, সাদ নাসিম এবং লাহিরু সামারাকুন।
৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে বিপিএলের এই আসর চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রাথমিক প্রস্তুতি সেরে রাজশাহী তাদের সেরা পারফরম্যান্স উপহার দিতে প্রস্তুত।