নিরালি পারেখ তার সহকর্মীর অভিজ্ঞতা তুলে ধরে লিংকডইনে দেওয়া পোস্টে জানান, তার সহকর্মী উবারে অটোরিকশা ভাড়া করার জন্য একই সময়ে দুটি ভিন্ন ফোন অর্থাৎ একটি অ্যান্ড্রয়েড ও একটি আইফোন ব্যবহার করেছিলেন। অ্যান্ড্রয়েড ফোনে ভাড়া দেখানো হয় ২৯০ দশমিক ৭৯ রুপি আর আইফোনে একই রাইডের জন্য ভাড়া দেখানো হয় ৩৪২ দশমিক ৪৭ রুপি। পোস্টটিতে তিনি প্রশ্ন তোলেন, এটি কি কোনো ত্রুটি নাকি কৌশলগত সিদ্ধান্তের ফলাফল?
নিরালি পারেখের পর একই বিষয়ে খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেন সুধীর নামের এক ব্যক্তি। সেই পোস্টও ভাইরাল হয়ে যায়।