Homeদেশের গণমাধ্যমেযেভাবে তৈরি করবেন ‘ডেস্টিনেশন ওয়েডিং’ প্ল্যান

যেভাবে তৈরি করবেন ‘ডেস্টিনেশন ওয়েডিং’ প্ল্যান


বর্তমান বিয়েতে ছবি এবং ভিডিওগ্রাফিকে অনেক গুরুত্ব দেওয়া হয়। এজন্য অনেকে বিয়ের ভেন্যু নির্বাচনে আধুনিক ট্রেন্ড ফলো করছেন। যেমন—পাঁচ তারকা হোটেল, সমুদ্র সৈকত, প্রাচীন বাড়ি, এতিহ্যবাহী স্থাপনা ইত্যাদি। বাড়ির ধারে কাছেই খুঁজে নিচ্ছেন কাঙিক্ষত স্থান অথবা চলে যাচ্ছে কাছে কিংবা দূরের কোনো দেশে। এই সব বিয়েতেও আপনজনদের উপস্থিতিও থাকছে। ‘ডেস্টিনেশন ওয়েডিং’ প্ল্যান করতে চাইলে থাকা চাই বাড়তি প্রস্তুতি। 

বেশিরভাগ ক্ষেত্রে অনেকে এমন জায়গা বিয়ের জন্য বেছে নেন যেখানে তারা আগে ভ্রমণ করেছে। আবার অনেকে সঠিক জায়গা খুঁজে পেতে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করে থাকেন। বিশেষজ্ঞদের পরামর্শ— প্রথমে পাত্র-পাত্রীর মধ্যে কথা হওয়া উচিত যে তারা কেমন জায়গায় যেতে চান। 

বিশেষজ্ঞরা বলেন, এমন একটি জায়গা নির্বাচন করা উচিত যেখানে গেলে অতিথিরা একটি ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং আনন্দ লাভ করতে পারবেন। এতে অনুষ্ঠানটি আরও বেশি সুন্দর হয়ে উঠতে পারে।

আপনার বাজেট সেট করুন: একটি ‘ডেস্টিনেশন ওয়েডিং’ বা বিয়ের অনুষ্ঠান ভালোভাবে শেষ করার জন্য প্রথম ধাপ হলো একটি বাজেট পরিকল্পনা করা। তা সেই অনুষ্ঠান আপনার বাড়িতে হোক কিংবা অন্য দেশে। বাজেট গুরুত্বপূর্ণ। ডেস্টিনেশন ওয়েডিংয়ের আনুষ্ঠানিকতা সাধারণত তিন দিন ধরে চলে। বাজেট অনুযায়ী, বিয়ের স্থান, খাবার, ফুল, যাতায়াত মাধ্যম, কতদিন সেখানে থাকবেন, কতজন অতিথি অংশ নেবেন— এই সব কিছু ঠিক করতে হবে। ডেস্টিনেশন ম্যারেজের ক্ষেত্রে ওয়েলকাম পার্টি, বোট ট্যুর এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনও রাখতে পারেন। এই সব কিছু ঠিক ভাবে পরিচালনার জন্য ডেস্টিনেশন ওয়েডিং আয়োজনকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে নিতে হবে।

অতিথি বিবেচনা করুন: আপনার আমন্ত্রণের তালিকায় অতিথির সংখ্যা এবং তাদের ভ্রমণের প্রয়োজনীয়তা উভয়ই রাখতে হবে। আপনি যদি অনেকের উপস্থিতি আশা করেন তাহলে কাছের কোনো স্থান বেছে নিতে হবে। বিশেষ করে আপনার অতিথিদের বেশিরভাগ যে শহরে বা স্থানে বসবাস করেন তার আশপাশের কোনো জায়গা নির্বাচন করতে পারেন। এ ছাড়া আপনি যদি দূরের কোনো শহরে অনুষ্ঠানের আয়োজন করেন তাহলে অতিথিদের যাতায়াত এবং তাদের থাকার জায়গা নিশ্চিত করতে হবে।

আবহাওয়া পরীক্ষা করুন: যে ঋতুতে বিয়ে করছেন সেই ঋতুতে সম্ভাব্য গন্তব্যস্থলের আবহাওয়া কেমন থাকে সেটা নিয়ে ভাবতে হবে। একই সঙ্গে পরিবারের নিকটজন যিনি আপনার বিয়ের অনুষ্ঠানে না থাকলেই নয়, তার স্বাস্থ্য বিবেচনায় নিতে হবে। তিনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে আপনি যে জায়গায় বিয়ের অনুষ্ঠান করতে চাচ্ছেন সেখানে তাকে কীভাবে নেবেন সেই বিষয়ে ভাবতে হবে।

পরামর্শকরা বলেন, যে জায়গায় বিয়ের আনুষ্ঠানিকতা উদযাপন জায়গা অবশ্যই আগে একবার দেখে আসার চেষ্টা করুন। যে হোটেলগুলোতে অতিথিরা থাকবেন, তারা যে রেঁস্তোরায় খাবেন, চলাচলের রাস্তা— এই সব কিছু দেখে বুঝে ডেসটিনেশন ওয়েডিং আয়োজন করতে হবে। 

উল্লেখ্য, যে স্থানে যাবেন চাইলে খাবারের মেন্যুতে সেই স্থানের ঐতিহ্যবাহী খাবার রাখতে পারেন। সেই স্থানের ঐতিহ্যবাহী মোটিফ রাখতে পারেন বিয়ের পোশাকে। 

সূত্র: ওয়েডিং অবলম্বনে





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত