পদ ও পদোন্নতির দাবি নিয়ে জনপ্রশাসনে এখন দুটি পক্ষ মাঠে নেমেছে। তাদের মধ্যে এক দিকে আছে প্রশাসন ক্যাডার, অন্যদিকে আছে ২৫টি ক্যাডার নিয়ে গঠিত আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। মূলত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের কিছু সুপারিশ আলোচনায় আসার পর থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই ২৬টি ক্যাডারের কর্মকর্তারা তাঁদের দাবি নিয়ে এক-দুই দিন ব্যবধানে নিয়মিত সভা, জমায়েত, কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
সর্বশেষ গতকাল বুধবার প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ‘জনপ্রশাসনের সংস্কারকে ভিন্ন খাতে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে’ যৌথ প্রতিবাদ সভা করেছেন। তাঁরা সরকারের উপসচিব পদে পদোন্নতিতে কোটা নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশকে বৈষম্যমূলক, অযৌক্তিক, ষড়যন্ত্রমূলক উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি সহকারী কমিশনার (শুরুর পদ) থেকে শুরু করে সচিব পর্যন্ত পদগুলোর সমন্বয়ে ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস’ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।