এনআরবি ওয়ার্ল্ড সামিটের আয়োজক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন গ্লোবাল এনআরবি ওয়ার্ল্ড এবং বিজনেস এশিয়া ম্যাগাজিন। আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), গ্লোবাল এনআরবি চেম্বার ও ‘বিজনেস আমেরিকা ম্যাগাজিন’।
সম্মেলনে বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। তাঁদের মধ্যে আছেন উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ। দিনব্যাপী আয়োজনে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণকে আরও বিস্তৃত ও অর্থবহ করতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বিনিয়োগ, ব্যাংকিং, কৃষি, পর্যটন, আবাসন, রপ্তানি বিষয়ে সেমিনার হয়। এ ছাড়া বিভিন্ন খাতে অবদান রাখায় প্রবাসী বাংলাদেশিদের গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ড দেওয়া হয়।