Homeদেশের গণমাধ্যমেসাভারে বন্ধ থাকা গবাদিপশুর খাবার তৈরির কারখানা চালুর নির্দেশ

সাভারে বন্ধ থাকা গবাদিপশুর খাবার তৈরির কারখানা চালুর নির্দেশ


সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের কর্মকর্তারা জানান, আজ সকাল ৯টার দিকে সাভারে টিএমআর পরিদর্শনে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টা ফরিদা আখতারকে কারখানাটির বিভিন্ন যন্ত্রপাতি ও স্থাপনা সম্পর্কে অবহিত করেন। কর্মকর্তারা কারখানা চালুর জন্য পর্যাপ্ত জনবলের অভাবের বিষয়টি জানান। পরে ফরিদা আখতার কারখানাটি ঘুরে দেখে কর্মকর্তাদের কারখানাটি চালুর বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

কর্মকর্তারা আরও জানান, কারখানাটি পরিচালনার জন্য লোকবল নেই। এটি পরিচালনার জন্য মেকানিকাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিকাল ইঞ্জিনিয়ার, লাইসেন্সপ্রাপ্ত বয়লার অপারেটরসহ দক্ষ জনবল প্রয়োজন। কারখানাটি চালুর জন্য আলাদা করে বিদ্যুতের সংযোগ নিতে হবে। এসব বিষয় উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) এ বি এম খালেদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মূলত জনবলের অভাব এখানে মূল সমস্যা। আমরা চেষ্টা করছি, দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান করে কারখানাটি চালু করার।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত