জেনির এজেন্সি ওএ এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ‘হ্যাপি হলিডে’শীর্ষক ভিডিওতে এ ঘোষণা দিয়েছেন জেনি। এই তারকা গায়িকা বলেছেন, ‘এই অ্যালবামে নতুন ধরনের সাউন্ড নিয়ে আসছি। এতে বৈচিত্র্য থাকবে। বিভিন্ন ঘরানার গান থাকবে।’
প্রায় ১১ মাস ধরে অ্যালবামটি নিয়ে কাজ করছিলেন জেনি। তিনি জানান, অ্যালবামে জেনির জীবনের ছায়া থাকবে। তিনি বলেন, ‘আমি আশা করি ভক্তরা অ্যালবামের গানের মধ্যে আমাকে খুঁজে পাবেন।’