নাটোরের লালপুরে চলছে আওয়ামীলীগ নিধনের মহোৎসব। লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পুর নির্দেশে আওয়ামীলীগ নেতাকর্মীদের বাড়িঘরে ভাংচুর, দোকানপাট লুটপাট, দিনে দুপুরে অর্থ ছিনতাই, জমি দখল করছে বিএনপির সন্ত্রাসীরা। থানায় অভিযোগ দিতে গেলে ভুক্তভোগীর অভিযোগ না নিয়ে উপরন্তু মিথ্যা মামলায় গ্রেফতার করছে পুলিশ। ৫ই আগস্টের পর থেকে আজ অবধি হামলার তথ্য:
১. লালপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ঝুলফু’র ব্যাবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ।
২. লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মিন্টু’র বাসভবনে লুটপাট ও ভাঙচুর।
৩. লালপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মতি’র বাসভবন ও ব্যাবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ ।
৪. লালপুর উপজেলা আওয়ামীলীগের কর্মী রবিউল ইসলামের বাসভবন ও ব্যাবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর।
৫. লালপুর উপজেলা আওয়ামীলীগ কর্মী আবু সাইদ টুটুল এর বাসভবনে হামলা ও লুটপাট।
৬. লালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শহিদুল ইসলাম এর উপর অতর্কিত সন্ত্রাসী হামলা।
৭. লালপুর উপজেলা আওয়ামীলীগের পার্টি অফিসে অগ্নিসংযোগ।
৮. লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বাসভবনে অগ্নিসংযোগ।
৯. লালপুর উপজেলা আওয়ামীলীগ কর্মী রাজন ইসলামের ইট ভাটার ইট লুট ।
১০. লালপুর উপজেলা আওয়ামীলীগের কর্মী মাসুদ ইসলামের ওয়ালটন শোরুমে অগ্নিসংযোগ ।
১১. লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে ভাঙচুর।
১২. লালপুরের পদ্মার চরে জমি দখল করে অবৈধভাবে বালি উত্তোলন ।
১৩. লালপুর উপজেলার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, মন্দিরের জায়গা দখল, প্রতিমার অলংকার লুট ।
১৪. লালপুর শ্রী সুন্দরী হাইস্কুলের শিক্ষক দীপেন স্যারের বসতবাড়িতে নগত টাকা ও সোনার মূর্তি চুরি ।
১৫. লালপুর উপজেলা আওয়ামী লীগের নেতা প্রদীপ কুমারের বাড়িতে হামলা ও লুটপাট।
১৬. চাউল ব্যাবসায়ী সোনা ইসলামের চাউলের গোডাউন হতে ৭০০ বস্তা চাউল লুট ।
১৭. লালপুর উপজেলা আওয়ামীলীগের নেতা হাসেম ডিলারের ইট ভাটা হতে ইট লুট, পুকুরের মাছ লুট ।
১৮. লালপুর উপজেলা আওয়ামীলীগ কর্মী মানিক ইসলামের বাসভবনে হামলা ও ভাঙচুর।
১৯. লালপুর উপজেলা যুবলীগ কর্মী সরল এর মার্কেট দখল ।
২০. লালপুর ইউনিয়ন পরিষদের সদস্য গনি মেম্বারের উপর সন্ত্রাসী হামলা সহ আরও অনেক হামলা ও মামলায় দিশেহারা লালপুরের আওয়ামীলীগের নেতা,কর্মী – সমর্থকদের।