Homeবিনোদনহ্যাকার জ্যাকুলিন | কালবেলা

হ্যাকার জ্যাকুলিন | কালবেলা


বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক সোনু সুদ। অভিনয়ের পাশাপাশি এবার নিজেই পরিচালনা করেছেন সিনেমা। সিনেমাটির নাম ‘ফতেহ’। এরই মধ্যে ছবিটির ট্রেইলার মুক্তি পেয়েছে। সেখানে দেখা যায় ফতেহ, একজন সাবেক স্পেশাল পুলিশ অফিসার। তিনি পাঞ্জাবে শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছিলেন।

তবে জীবনে ছিল তার ভয়ংকর অতীত। হঠাৎ একদিন একটি গ্রামের মেয়ে বিপজ্জনক সাইবারক্রাইম সিন্ডিকেটের শিকার হয়ে যায়। এরপর ফতেহের সঙ্গে খুশি নামে একজন নৈতিক হ্যাকারের পরিচয় হয় এবং ফতেহ তার সঙ্গে মিলিত হয়ে সম্মিলিত দক্ষতা ব্যবহার করে সাইবারক্রাইম সিন্ডিকেটের জাল উন্মোচন করতে থাকেন। করেন ন্যায়ের জন্য লড়াই। আর এভাবেই এগোতে থাকে সিনেমার কাহিনি।

এ সিনেমায় জ্যাকুলিন ফার্নান্দেজকে খুশি নামে একজন নৈতিক হ্যাকার হিসেবে দেখা যাবে। প্রকাশিত ট্রেইলার দেখে বোঝা যাবে যে, জ্যাকুলিনের চরিত্রটি কেবল একটি স্টেরিও টাইপিক্যাল টেকনোলজিস্ট কিংবা সোনু সুদের প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং চরিত্রটি আরও গভীর কিছু করতে যাচ্ছে বলে মনে হবে।

এদিকে নাসিরউদ্দিন শাহের চরিত্রটি গোপন রাখা হয়েছে। তবে ট্রেইলারে তার চরিত্রটি দেখে খুবই রহস্যময় লাগবে।

সিনেমার ট্রেলারে নির্মাতা একেবারে পূর্ণ অ্যাকশন, হিংসা এবং রক্তাক্ত মুহূর্তগুলো উপস্থাপন করেছেন, যা সিনেমাটিকে কিছুটা নিখিল নাগেশ ভাটের ‘কিল’ ছবির স্মৃতি রোমন্থন করায়।

ফতেহ সিনেমাটি সোনু সুদ নিজেই পরিচালনা করেছেন। যার মাধ্যমে সিনেমা নির্মাতার জগতে অভিষেক ঘটল তার। সোনু সুদ পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন, জ্যাকুলিন, নাসিরউদ্দিন শাহ, বিজয় রাজ, শিব জ্যোতি রাজপুতসহ আরও অনেকে।

সিনেমাটি ২০২৫ সালের ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। জ্যাকুলিন এ বছর ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের কাছে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

তাকে সবশেষ দেখা যায় ভ্যালেরি মিলেভ পরিচালিত ‘কিল এম অল ২’ সিনেমায়। জ্যাকুলিনের পাশাপাশি এই সিনেমায় আরও অভিনয় করেন জান ক্লদ ভ্যান ড্যাম, পিটার স্টর্মার, মারিয়া কনচিটা আলোনসোসহ আরও অনেকে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত