শহীদ পরিবার ও আহত ব্যক্তিরাও সংস্কারের কথা বলছেন মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, ‘এই সরকারের ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে, আমরা সংস্কার কার্যক্রমগুলো করব। আপনারা জানেন, আমাদের কমিশনগুলোর তিন মাসের মতো সময় হয়ে যাচ্ছে; তারা প্রস্তাবনা দেবে। তারপর যারা স্টেকহোল্ডার আছে, তাদের সঙ্গে কথা বলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা নির্বাচনের দিকে যাব।’
আন্দোলনে ঠাকুরগাঁওয়ের আহত ব্যক্তিরা সরকারি সহযোগিতা পাচ্ছেন না বলে জানানো হলে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘ঠাকুরগাঁওয়ের আহত কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। যারা এখানে প্রতিনিধি হিসেবে কাজ করছে, তাদের সঙ্গেও কথা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যাপারে আরও কীভাবে সহযোগিতা করা যায়, বিষয়টি কেন্দ্রীয়ভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যাঁরা দেখেন, তাঁদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করেছি। আশা করি, সামনের দিনে আর এই সমস্যাগুলো থাকবে না।’