মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার জানিয়েছে, ৮ আগস্ট পর্যন্ত চলা ‘জুলাই গণ–অভ্যুত্থান’ -এর জন্য কোনও মামলা করা হয়নি। এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার বা কাউকে হয়রানি করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক।
প্রথম আলো পত্রিকার প্রতিবেদন অনুসারে, সোমবার স্বরাষ্ট্র মন্ত্রকে পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫ অগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ‘স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন’ হয়। শেখ হাসিনার এবং আওয়ামি লিগের সরকারের পতনের মধ্য দিয়েই বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার নবযাত্রা শুরু হয়েছে।
এই আন্দোলন চলার সময়ে প্রায় ৭০০ জন মারা গিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩ হাজার জন। এই ঘটনার জন্য শেখ হাসিনা এবং তাঁর আমলের নেতা-মন্ত্রী এবং সাংসদদের মতই অভিযুক্ত করা হয়েছে অনেক পুলিশ আধিকারিককেও। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলাও দেওয়া হয়েছে।
এ দিকে, কেন ওই আন্দোলন নিয়ে কোনও মামলা করা হবে না তাও জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে,এই গণ–অভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের ময়দানে থেকে কাজ করেছেন। তাই তাঁদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার বা হয়রানি হবে না।