এ বিষয়ে আনোয়ার উল আজিম পক্ষের উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বলেন, ‘যুবদলের কমিটি নিয়ে জেলা যুবদলের একটি সমন্বয়ক প্রতিনিধিদল লাকসাম আসে। উভয় গ্রুপের সঙ্গে প্রথমে বসার কথা থাকলেও তারা একপর্যায়ে আমাদের নিষেধ করে দেয়। এতে উত্তেজিত হয়ে যুবদলের নেতা-কর্মীরা মিছিল বের করে। পরে আমাদের লোকজনকে শান্ত করে আমরা নিয়ে আসি। আমরাও চাইনি কোনো সহিংসতা হোক।’
এ বিষয়ে লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, উত্তেজনার খবর পেয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।