Homeদেশের গণমাধ্যমেঢাকায় আসছে যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদল

ঢাকায় আসছে যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদল


প্রকাশিত: ২২:৪২, ২৪ ডিসেম্বর ২০২৪  


জানুয়ারিতে দুই দিনের সফরে ঢাকায় আসবে যুক্তরাজ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠন ইউকে বাংলাদেশ কেটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ড্রাসির (ইউকেবিসিসিআই) ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘ইউকে বাংলাদেশ কেটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ড্রাসির (ইউকেবিসিসিআই) ১৩ সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধিদল আগামী ৮-১০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এ সফরের উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করা এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের ব্যবসা-বাণিজ্য সম্পর্ক আরো সম্প্রসারণ করা।’’

প্রতিনিধিদলের কর্মসূচি সম্পর্কে রফিকুল আলম বলেন, ‘‘প্রতিনিধিরা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাসহ উচ্চ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশে এনআরবি ব্যাংকিং, অবকাঠামো উন্নয়ন, সরকারের প্রবর্তিত বাণিজ্য নীতি, সুশাসন, পোশাক খাত, ই-কমার্স এবং বাজার গবেষণাসহ অন্যান্য বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করতে আগ্রহী।’’

ঢাকা/হাসান/এনএইচ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত