তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে নারীর মর্যাদা ও নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করা হবে
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবিঃ সংগৃহীত
“>
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ একটি বৈষম্যমুক্ত দেশ হবে এবং সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘুর মধ্যে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান আজ (২৪ ডিসেম্বর)।
কর্মী সম্মেলনে তিনি বলেন, “অফিস-আদালত থেকে ঘুষ-দুর্নীতি নির্মূল করতে হবে। চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে হবে। এ জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সর্বাত্মক সহযোগিতা করবে।” ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার আয়োজনে।
“জঙ্গিবাদের নামে নাটক করা হয়েছে, তথাকথিত আয়নাঘরে বহু লোককে হত্যা করা হয়েছে এবং আরও অনেকে গত ১৫ বছরে জোরপূর্বক গুমের শিকার হয়েছেন,” তিনি অভিযোগ করেন।
তিনি শেখ হাসিনার সরকারকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে বলেন, ‘ফ্যাসিবাদী’ সরকার দেশপ্রেমিক বিডিআরকে ধ্বংস করেছে।
দেশে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন হবে না বলেও উল্লেখ করেন শফিকুর রহমান।
“যদি দেশের মসজিদের সুরক্ষার প্রয়োজন না হয়, তাহলে মন্দিরেরও নেই,” তিনি যোগ করেছেন।
তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে নারীর মর্যাদা ও নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করা হবে।
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুর রহিম সরকার সিনিয়র জেলা সেক্রেটারি জহুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন। আব্দুল ওয়ারেস সরকার সরকার ও সহ-সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান।