ইউএনবি
24 ডিসেম্বর, 2024, 06:35 pm
সর্বশেষ সংশোধিত: 24 ডিসেম্বর, 2024, 06:36 pm
তদন্ত কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা কমিটি ভেঙে দিয়েছে বিএনপি।
আজ (২৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিগগিরই দলের নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে।
বিবৃতিতে বলা হয়, বিএনপির নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে।
18 জুন, 2023 তারিখে, সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন এবং গোলাম ফারুক খোকন যথাক্রমে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
দলের অভ্যন্তরীণ সূত্র জানায়, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর চাঁদাবাজি ও অর্থের বিনিময়ে অপরাধীদের আশ্রয়সহ অপকর্মে জেলা শাখার কিছু নেতাকর্মী জড়িত থাকার অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়।