Homeদেশের গণমাধ্যমেঅন্তত এক ম্যাচ মাঠের বাইরে দিয়াবাতে

অন্তত এক ম্যাচ মাঠের বাইরে দিয়াবাতে


ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিংয়ের গোলমেশিন সুলেমানে দিয়াবাতে। প্রতি মৌসুমে গোল পাচ্ছেন। দলের প্রাণভোমরাও তাকে বলা যায়। মালির এই স্ট্রাইকারকে ছাড়া একাদশ চিন্তা করাও কঠিন। তবে এবার প্রিমিয়ার লিগে ফর্টিস এফসির বিপক্ষে লড়াইয়ে তাকে ছাড়াই খেলতে হবে সাদা-কালোদের।

আজ মঙ্গলবার কিংস অ্যারেনাতে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৪০ মিনিটে অবিশ্বাস্য মিস করেন দিয়াবাতে। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা জিসানের ক্রসে গোলকিপার স্লাইড করায় ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি আরিফ। বল গোলকিপারের গায়ে লেগে চলে যায় দিয়াবাতের পায়ে। গোলমুখ থেকে উড়িয়ে মারেন তিনি!

এর একটু পরই দিয়াবাতেকে মাঠে পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন মোহামেডান অধিনায়ক। বাঁ পায়ে মাসল পুলের কারণে মাঠ থেকে উঠে যাওয়ার পর দিয়াবাতে আর খেলতে নামেননি। পরবর্তীতে জানা গেছে অন্তত একটি ম্যাচ মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।

ম্যাচশেষে মোহামেডান কোচ আলফাজ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দিয়াবাতে চোটে পড়েছেন। মাসল পুল হয়েছে। যা অবস্থা তাতে করে পরবর্তী ম্যাচে খেলতে পারবে না। এটা নিশ্চিত। তারপর ক্লাবে যাচ্ছি। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে কতদূর কী অবস্থা। এখন দিয়াবাতেকে ছাড়া খেলতে হলে কিছু করার নেই। চোটের ওপর তো কারও হাত নেই।’

প্রিমিয়ার লিগে মোহামেডান আপাতত শীর্ষেই আছে। তাই শীর্ষস্থান ধরে রাখতে হলে ফর্টিসের বিপক্ষে দিয়াবাতেকে বেশ প্রয়োজন ছিল। এখন দেখার, তাকে ছাড়া দল কতটুকু কী করতে পারে?





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত